ভালোবাসার দুষ্ট মিষ্টতায়,
তুমি এক অপার বিস্ময়
নয়নের বানে তীব্র টান
এ প্রাণ তব নি:স্ব হয়।
তুমি বর্ষার খরস্রোতা নদী
ভালোবাসার জোয়ার ধারায়
ঢেউয়ের ফেনিল স্পর্শতায়
আমি আপ্লূত দিশেহারা।
দুয়ার খুলেছ দখিনা সমীরে
বাতাসে মিশে সুরভি ছড়িয়ে
কঙ্কণী নিক্কণ বাজিছে
মন্থরে সুখ বইছে হৃদয়ে।
ফসিল হবো প্রেম স্পর্শে
উর্বর তোমার যৌবন পলিতে
আশার উর্বি মেলে শতদলে
তোমার প্রেম মনের গলিতে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com