আলতা রাঙা গায়ের গড়ন
ঠোঁটের কোণে হাসি,
রূপের নেশায় মাতাল হয়ে
প্রেম জোয়ারে ভাসি।
চাঁদের চেয়েও সুন্দর তুমি
ভ্রু-যুগল ওই আঁখি,
ঝলসে যাওয়া হৃদয় নিয়ে
রূপ সাগরে থাকি।
ঘন কালো উশির কেটে
হাটো মঞ্জীর পায়ে,
কাঁকন সুরে হৃদয় ঘন্টা
বাজে ছন্দের বায়ে।
চন্দন মাখা ঘ্রাণ ছড়িয়ে
দোলা দিয়ে মনে,
নীল গগনে ভেসে বেড়াও
শুভ্র মেঘের সনে।
প্রেম কুমারী লাজুক লতা
সাবিত্রী হও ভোরে,
উষ্ণ দেহে পরশ দিয়ে
আছো বাহু ডোরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com