সাদাসাদা মেঘগুলো ডানা মেলতে মেলতে উড়ে যায়:
কোন এক আবেগের দেশে;
কাশ কুমারীরাও ফুরফুর করে উড়তে থাকে শরতের আকাশে,
রূপকথার থেকে একটু দূরে ওই স্বপ্নপূরীর দেশে।
স্বপ্নরা বুকের ভিতর বাসা বাঁধতে বাঁধতে বাসর সাজায়
আকাশের মতো রঙধনুর সাত রঙে।
এভাবে প্রেমিকেরা দিনের পর দিন মনের ইচ্ছেগুলো
রঙিন আকাশে উড়ে দিতে থাকে;
অন্যদিকে বুলবুলিরা উঁকি ঝুঁকি মারে-
কেউ ভালোবাসার কথা বলে না মুখে, উড়ে আর উড়ে
দূরে দূরে ঘোরে।
যদি তুমি শক্ত করে ধরতে চাও তাহলে সে
চিরতরে হারিয়ে যায় ;
আর যদি আলতো করে ধরো তুমি,
তাহলে বারবার খিলখিলিয়ে হেসে উড়াল দেয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com