প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৪:২১ অপরাহ্ণ
প্রেমের জয়
প্রেমের বনে মন মাতিয়ে
জয় করতে চাই বিশ্ব,
তোমায় ভালোবেসে আমি
হব কেন নি:স্ব?
তুমি ওগো প্রাণ প্রেয়সী
আমার সুরের বাঁশি,
বাঁকা ঠোঁটের মুচকি হাসি
বড্ড ভালোবাসি।
জ্যোৎস্না রাতের চাঁদের আলো
বসন্তের ফুলদানি,
হলুদ পাড়ের শাড়িতে রূপ
মানায় যে জামদানী।
কতো কথা বছর জুড়ে
ফালগুনে হয় প্রীতি,
ভোলা নাহি যায় কখনো
প্রথম প্রেমের স্মৃতি।
অঙ্গে অঙ্গে অঙ্গ রেখে
চোখে চোখে চোখ,
সকাল দুপুর বিকাল বয়ে
কি যে ছিলো সুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com