প্রিয় মা, শুরুতেই তোমার প্রতি আমার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। মহান আল্লাহর কাছে তোমার সুস্থতা ও মঙ্গল কামনা করি। জানো মা, শত ব্যস্ততার মাঝেও তোমার প্রিয় মুখখানি ভেসে ওঠে, আর মনে পড়ে তোমার আদর মাখা শৈশবের স্মৃতি গুলো। আজও মা তোমার আদর স্নেহ ভালোবাসা এবং একজন ভালো মানুষ গড়ে ওঠার জন্য যে শাসন করতে তা আজ আমায় অনুপ্রেরণা যোগায়, প্রতিটা মুহূর্তেই তোমার আদেশ নিষেধ গুলো মেনে চলাফেরা করি। জানো মা আবার ইচ্ছে করে যদি সেই শিশুকাল ফিরে পেতাম, তাহলে তোমার আঁচল ধরে তুমি যেথায় যেতে আমি সেথায় যেতাম, হাজারো বায়না ধরতাম। কখনো দু'টাকার জন্য তোমার আঁচল ধরে কান্না করতাম, কখনো হাঁটতে পারিনা বলে তোমার কোলে উঠার বান করতাম। তোমার একটু চোখের আড়াল হলেই তুমি খোকা বলে পাগলের মতো পুরো গ্রামে খুঁজাখুঁজি করতে আর যাকে তাঁকে আমার খোকা কে দেখেছো বলে জিজ্ঞেস করতে। কখনো পুকুরে গোসল করতে গেলে অধিক ডুব দেওয়ার কারণে লাঠি নিয়ে তেড়ে আসতে শাসন করার জন্য আমি অন্য ঘাট দিয়ে দৌড়ে পালিয়ে যেতাম। কখনো প্রচন্ড রোদে সবুজের মাঠে। আজ মা তোমার আদর স্নেহ ভালোবাসা এবং শাসন কোনোটাই পাইনা। আজ বিশ্ব মা দিবস সত্যিই মা তোমার তুলনায় তুমি অতুলনীয়। জানো মা, কোন কিছুর সাথে তোমাকে সংজ্ঞায়িত করতে পারিনা কারণ তুমি একজন সন্তানের কাছে আদর্শবানময়সী নারী ও সর্বোচ্চ সম্মানের অধিকারিনী এবং শ্রেষ্ঠ উপমা।জানো মা এই প্রবাসে টাকা পয়সা সবই পাই শুধু তোমার আদর স্নেহ ভালোবাসা এবং তোমার শাসন টুকু নাই তাই সুখ শান্তি কারে বলে বুঝতে পারিনা, শুধু অপেক্ষার প্রহর গুণী কখন ফিরে যাবো তোমার কোলে নয়ন ভরে দেখবো তোমার মায়া মমতা জড়ানো হাসি মাখা মুখখানি। জানো মা, কোন সন্তানের কাছে মাকে স্মরণ করার জন্য কোন মা দিবসের প্রয়োজন হয় না কারণ প্রতিটা দিনই মায়ের অনুপ্রেরণা নিয়ে দিন শুরু হয়।পৃথিবীতে একমাত্র নি:স্বার্থ ভালোবাসা হলো মায়ের ভালোবাসা। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না, কারণ মায়ের কাছে শৈশবে আঁচলে লুকিয়ে থাকা সেই চঞ্চল নিষ্পাপ ছোট্ট খোকা মনে হয়। মা তোমার ভালোবাসাই একমাত্র নির্ভেজাল। তুমি হাজার বছর বেঁচে থাকো মা।
পরিশেষে আর কি বলবো মা? সারারাত জেগে থেকেও তোমার কাছে লিখলে লেখা শেষ হবে না। দোয়া কর মা দূর প্রবাসে যেন তোমার খোকা ভালো থাকে। ভালো থেকো মা সুস্থ থেকো তোমার প্রতি আমার বিনম্র সালাম। তোমার দীর্ঘায়ু কামনা করি মা।
ইতি
তোমার আদরের খোকা
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com