ধরিত্রীর বুকে যতো পথ আছে হাঁটিতে বাঁচি চলো
তোমারে পেয়েছি চলার পথে কতো দিন আজ হলো
কতো দিন আজ হলো বলো-
দুজনে হয়েছি এক
সুখে-দুঃখে হৃদয়ে মিশেছে প্রেমময় আবেগ!
হে হাসনাহেনা জুঁই চামেলি পরদেশি যতো অর্কিড
কেউ কি জানে কার সাথে-
এ হৃদয় করেছে ডিড?
কে এ হৃদয়ে বসতি গড়ে-
হৃদয় দিয়েছে ঋণ
সেই তো আমার প্রিয় বেলি ফুল সুগন্ধি জেসমিন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com