ঝরা ফুলে জন্ম আমার
দেখালে এই ধরার মুখ,
ধাতৃমাতার কষ্ট গুলো
হৃদে দুঃখ তবু সুখ।
সুখের সোপান গড়তে তুমি
পাওনি কষ্ট মনে দুখ,
অঙ্কুর বপন সন্তান তরে
আগলে রেখে পেতে বুক।
নিশীথিনী জনমদাত্রী
প্রণয় মেখে দিছো ঠাঁই,
সন্তান সুখে মাগো তুমি
স্বর্গের চেয়ে দামি তাই।
সন্তান প্রেমে অবিনাশী
বিসর্জনে করো দান,
চরণ ধুলি আশির্বাদে
শিখর লক্ষ্যে পায় যে মান।
স্বর্গাদপি গরীয়সী
ভালোবাসায় সিক্ত বান,
স্বর্গের পুণ্য ভরে হৃদয়
গেয়ে মায়ের মহান শান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com