প্রিয় ঋতু বসন্ত ছিলো না, ছিলো বর্ষা।
তার মানে এই নয় যে ভালো লাগে বিষন্নতা
বর্ষা মানে বিষাদ নয়, প্রাণ খোলা আনন্দ উচ্ছাস।
সকল ঋতুই উপভোগ্য বটে;
খোদার অশেষ ধান ধরণী তটে
গ্রীষ্মের অসহ্য তাপের পরে
প্রকৃতির নিয়ম করে বর্ষা আসে,
সবকিছু তখন আনন্দে ভাসে
গাছপালা উজ্জ্বল সতেজতায় হাসে
বৃষ্টির পানি আর ধুলোমাটি মিশে
কাঁদামাটা গন্ধ থাকে পরিবেশে।
যদিও হয় সর্দি, জ্বর, কাশি
তবুও বৃষ্টি ভিজতে অনেকেই ভালোবাসি।