প্রিয়তমা!
আমার সমগ্র জীবন একটা উপন্যাস,
সেই উপন্যাসের প্রচ্ছদ শিল্পী তুমি।
কল্পনার স্বপ্নে ডুবে পছন্দ থেকে পরিচয়,
পরিচয় থেকে প্রণয়,প্রণয় থেকে পরিণতি
একটা সংসার একটা স্বপ্নের পৃথিবী।কিন্তু
বেশিদিন টিকেনি সেই সম্পর্ক তবুও
তোমার পথ চেয়ে স্বপ্ন আঁকি দু’চোখে
মনের মন্দিরে প্রাক্তন হয়ে থাকো চিরদিন।
প্রিয়তমা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com