প্রভাত হলে সূর্যের আলো
রাতে চাঁদে ফালি,
চন্দ্র সূর্যে আলোকিত
প্রাণের আলোক বালী।
চারিদিকে মেঘনা নদীর
জলরাশিতে ঘেরা,
রূপে গুণে অপরূপা
আমার গঞ্জ সেরা।
ঢেউয়ের পরে ঢেউ খেলে যায়
কল্লোলিত তানে,
প্রতিদিনই প্রভাত আসে
পাখির কলতানে।
সবুজ শ্যামল মেঠোপথে
রাস্তা আঁকা বাঁকা,
দুই পাশেতে গ্রামটি আমার
মাঝে মেঘনার শাখা।
মেঘনার বুকে মাছ ধরতে যায়
আমার গাঁয়ের জেলে,
প্রভাত হলে কৃষক ছুটে
লাঙ্গল কাঁধে ফেলে।
নাড়ীর টানে গাঁয়ে আসি
বারে বারে ফিরে,
ছায়ায় ঘেরা মায়ায় ভরা
আমার ছোট্ট নীড়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com