রবিঠাকুরের জন্মস্থান
জাড়াসাঁকো নাম,
কলকাতার ঠাকুরবাড়ি
ছিল যে তার ধাম।
কবির কবি রবীন্দ্রনাথ
তাইতো কবিগুরু,
তার নামটা নিয়ে সবাই
দিনটা করে শুরু।
পবিত্র বীরভূমেই আছে
শান্তির নিকেতন,
দেখলে পরে উঠবে ভরে
সবার প্রাণ মন।
দেশের ছিল শ্রেষ্ঠ হীরক
নাম যে কোহিনুর,
তেমন হীরে প্রাণের কবি
রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রানের রবি কবির আজ
পঁচিশ বৈশাখেতে,
জনম দিনের জয়ন্তীতে
উঠবে সবে মেতে।
প্রণাম তব ঠাকুর আজি
জানাই করজোড়ে,
দিনটা যেন ধরার মাঝে
আসুক বারে বারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com