সত্যের আড়তে মিথ্যার বিকিকিনি
একেমন প্রহসন?
আড়তদার ভাবছেন এমনটাই
হয়তোবা কিছুক্ষণ!
তারপরে হলো কি তান্ডবলীলা
আড়তদারি তছনছ,
কি হয়েছে কেমনে হলো গবেষণা
শব্দ শুধু ফিসফাস!
মিডিয়ার কভার নিউজটা
পড়েফেলেছে সব্বাই,
পড়েনি শুধু একমাত্র সেই
সত্যের ভিতরের মিথ্যে মশাই!
অতপর কি আর করা
হলো এক নতুন শিক্ষা !
সত্যের আড়তের জায়গায় এখন
নিরাপদে চলে অন্যদীক্ষা!