এমন একটা জিনিসের
বলেন তো নাম ?
বাজারে যার কি না
আছে কম দাম !
মাছ গোশ তরকারী
তেল নূন দরকারী
নেই আজ সস্তা,
ডাল চিনি আটা ডিম
দাম শুনে মাথা ঝিম
ক্রয়ে লাগে টাকারই বস্তা!
মুড়ি চাল চিড়া গুড়
নানা রকম চানাচুর
আজ যেন খাওয়াটাই শক্ত,
ইদানিং গ্যাসটা
বাড়িয়েছে তেষ্টা
ঝরিয়েছে বুকেতে রক্ত !
বেঁচে মরা আমরা
ছাড়িয়ে যে চামড়া
যেন ঘষে নূন আর লঙ্কা
হাহাকার নিত্য
ব্যথা ভরা চিত্ত
মনে জাগে নানাবিধ্য শঙ্কা।