অন্ধকারে তোমার নামে প্রদীপ জ্বেলে যাই
হারানো সুরে অহোরাত্রি তোমায় খুঁজে পাই।
স্মৃতির ভেলায় পাল উড়িয়ে ভেসে গেছো দূরে
রিক্ততার মরণ জ্বালা মারে অচিন সুরে।
নিদ্রা গেলে তন্দ্রা এসে দহনে পোড়ায় কায়া
মাটির প্রতি তোমার টান ফুড়ে গেছে মায়া।
সেই যে গেলে ধূলির পথে খবর নিলে না
অপেক্ষমাণ প্রহর শেষেও কাছে এলে না।
সব অভিমান ভুলে তুমি ফিরে এসো নীড়ে
দাঁড়িয়ে আছি তোমার জন্য শঙ্খচিল তীরে।
বুকের ভেতর অস্থিরতা সদা ঘিরে থাকে
তুমিহীন নিঃস্ব আমি নির্জন পথের বাঁকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com