আজ এই প্রথম দেখাতে
তোমার মধুর কথাতে,
যেন ফুঠছে হাসনাহেনা
সুবাসিত হয়ে হৃদয়কে দিচ্ছে জানা।
তোমার কথার ছন্দে
মুখরিত আমি প্রেমানন্দে,
সর্বস্ব দিয়ে বাসবো তোমায় ভালো
শুধু করে রেখো আমার ঘরকে আলো।
চেয়েছিলাম তোমারই মতো এক রত্ন
যাকে সারাজীবন করে যাবো যত্ন,
পাবো না আমি কি সেই সুযোগ?
জানো কি, তোমার অনুপস্থিতিতে মনে চলছিল দুর্যোগ?