বারোটি মাস ভ্রমণ শেষে
নতুন বছর এলো দেশে
অনেক আশা নিয়ে!
কারো আশা চাকরি হবে
কারো আশা বিয়ে!
ভাবছে আবার কতক লোকে
এবার আমায় কে আর রোখে
নতুন বছর এলে,
নবউদ্যমে নিজেকে ফের
ধরবো ধরায় মেলে!
দুনিয়াবি চিন্তা শেষে
যাওয়ার আগে ঘুমের দেশে
তখন খানিক ভেবো,
এই বছরে আমল গুলোও
বৃদ্ধি করে নেবো।
ভুল ভ্রান্তি ফেলে যাবো
হালাল কামাই করে খাবো
এমন নিয়ত করি,
সারাবছর যেন মহান
স্রষ্টাকে যাই স্মরি।