সস্তা মজায় অনেকে রাজা
কাটছে বেশ সময়,
হি হি হাসির তুলকালামে
জীবন তাদের সুখময়!
অদৃশ্য এক শক্তি আছে
এমন সুখের রশি তাঁর হাতে,
কখন তিনি মারবেন টান
কাঁদতে হবে অশ্রুহীন দু-চোখেতে!
মজার পরে সাজা হবেই
একটাই মাত্র প্রত্যয়,
যাপিত জীবন নয়তো স্বপন
ক্ষমতা প্রভাব বিষয় নয়!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com