প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
প্রণয় কলহ
বুড়ো দাদুর রসিকতায়
দিনটা কাটে ভালো,
কথার ফাঁকে খুনসুটিতে
গল্পে ছড়ায় আলো।
গল্প শুনায় হরেক কিসিম
নাতনির সাথে বসে।
পান চিবিয়ে বেজায় খুশি
গাল ভরে তাঁর রসে।
নাতি নাতনি বায়না করে
দাদুর কাছে বলে,
কিনবে নাকি নাটাই ঘুড়ি
ধরে দাদুর গলে।
প্রেম পরশে মধুর সুরে
দাদু বাজায় বাঁশি,
নাতি নাতনির প্রণয় সুধা
যেন গয়া কাশী।
ছন্দের তালে গান শুনিয়ে
ফুকলা দাঁতে হাসি,
নাতনি নাচে দাদুর গানে
সুখ যে রাশি রাশি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com