নীল আকাশে ঐ যে দেখো
প্রজাপতির মেলা,
মনের সুখে উড়ছে ওরা
করছে কতো খেলা।
নানান রঙের প্রজাপতি
পাখা মেলে উড়ে,
লাল, নীল, হলুদ, কালো
উড়ছে ঘুরে ঘুরে।
প্রজাপতির পাখায় দেখো
হরেক রঙের বাহার,
এমন রঙের পাখি কি
আছে নাকি তোমার।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com