ঝড়-বৃষ্টি, সুনামি আর জলোচ্ছ্বাসের
নির্মম অত্যাচার থেকে বাঁচতে-
প্রকৃতি আমায় ডাকছে,
তার বাহুডোরে আগলে রাখার জন্য।
সবাই তো কাছে ডাকে না, পাশে থাকে না
বিপদ কিংবা অসহায়ত্বের সময়,
তবে প্রকৃতি কেনই বা আমাকে ডাকছে আগলে রাখতে ?
এটা কী তার অনুগ্রহ ? করুণা নাকি ভালোবাসা ?
আমি সেটা জানিনা, না জেনেই পা-বাড়াচ্ছি প্রকৃতিতে !
নতুন কোন স্বপ্ন কিংবা ভালোবাসার সান্নিধ্য লাভের আশায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com