জমির চারপাশ দিয়ে হেঁটে আসি
আমার পতিত জমি,
ঘন মিহি করে চাষ করেছে কোন চাষা?
আমার অন্তর কেঁপে ওঠে।
আবর্জনা মুক্ত হয়ে জমির শ্রী হারিয়েছে
প্রকৃতির নীরভ কান্না দেখেছি
জমির প্রতি ইটেয় ইটেয়।
আমার পায়ের দাঁগ জমির কোণায় কোণায়
বিলাপ করে যায় বৃষ্টি এলে,
আপন উদ্ভিদ গুলো কোথায় লাশ হয়ে আছে
কবরে না চিতায় পুড়েছে নিষ্ঠুর চাষা জানে।
আমার চোখের চিকচিক করে
অন্তর পুড়ে চৈত্রের খরায়, পোড়া মাটির দাঁগ
দেখি চাষ হওয়া জমির বুকে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com