পলায়ে গেছে হাতের নাড়ি
চোখে লাল রক্ত,
কোত্থেকে যে আসে চিন্তা
একটু বলতে কেউ পারতো!
ঠিকানা পেলে দৌঁড়ে যেতাম
কুর্ণিশ ঠুকে বলতাম,
পারছিনা আর টেনশন বয়ে
ছাড়লে তবে বাঁচতাম!
ন্যায় নীতি আর সততা
জোরছে জয়ের শ্লোগান,
কি কখন আসবে কাজে
ভাবতেই সদা পেরেশান!
খানিক ভয় খানিক কৌশল
ধৈর্য্যের সাথে মিশিয়ে,
চলছি যদিও সোজাসাপটা
তবু যাচ্ছে পথ হারিয়ে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com