প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ
পেত্নী ভূতের ছা
লাল পেড়ে সাদা শাড়ি
মুখটা তার পোড়া হাঁড়ি,
বাঁশ বাগানে ঘাপটি মেরে
ডাকছে যেন মাথা নেড়ে।
পালা রে সব জলদি পালা
লেজ গুটিয়ে আসে শালা।
বাপরে বাপ বেজায় কালো
সারা অঙ্গে নেই কি আলো?
শব্দ করে ওই ঝুপ ঝাপ
খেক শিয়ালের দৌড় ঝাপ,
ভাঙ্গা বাড়ির শূন্য মানব
বসত গড়ে দস্যু দানব।
শাড়ির আঁচল হাওয়ায় দুলি
আলকাতরা রং মাথার খুলি,
রাত দুপুরে ডাকে কুকুর
মধ্য রাতে গানের সুর?
জ্যান্ত ভূতে খোঁজে মড়া
শ্মশান ঘাটেই নড়াচড়া,
হাড় কঙ্কাল ভুঁড়ি মেদ
পেত্নী ভূতের খাওয়ার জেদ ?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com