আজও মনে পড়ে সেই পূর্ণিমা রাতের গল্প
সুর সুর মৃদু হাওয়া বইছে উঠোনের বাঁশ বনে
ক্ষণে ক্ষণে মিটিমিটি জোনাকির আলো
কখনো চাঁদ অভিমানে কালো মেঘে লুকিয়ে যেতো
আবার সাদামেঘর ভীড়ে আলোর ঝলকানি
ক্লান্ত দেহে যেন এক প্রশান্তির নির্মল সুখ
আজও মনে পড়ে দাদিমার সেই প্রিয় মুখ।
সময় ফুরিয়ে ফিরে আসে আবার নতুন ভাবনা
ফিরে আসে না হারানো সেই স্মৃতির কালবেলা।