পুরাতন বছর শেষ হল
নতুন বছর হতে,
গত বছর কি করিলাম
হিসাব-নিকাশ মতে।
আয়ের থেকে ব্যয় যে বেশি
কত মানুষ ক্ষুদ্ধ,
হয়ে গেল দেশের মাঝে
নানান রকম যুদ্ধ।
পাল্টে গেল অনেক কিছু
পড়ালেখার মান,
কত মানুষ হারিয়ে গেল
অগণিত প্রাণ।
নতুন নতুন জন্ম নিল
নবজাতক দেশে,
আপন মানুষ ছেড়ে গেল
বন্যায় গেল ভেসে।
আরাধনা হয়নি তেমন
পাইনি কোন কিছু,
শূন্য হাতে আছি ভবে
মোহ মায়ার পিছু!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com