ভালোবাসার আবেগ হতে
ছিলাম পুতুল খেলার সাথে,
কি করিব ভাবনাতে
নতুনত্বের হয় তৈরিতে।
পাড়ায় পাড়ায় ঘুরিতে
কাপড় জোগাড় করিতে,
সুন্দর রেশমি যোগাড় পাতি
পুতুল খেলাতে সম্মতি।
সর্বস্ব অনুভূতি দিয়ে
হবে ছেলে মেয়ের বিয়ে,
পুতুল ঘর সবাই বানিয়ে
বন্ধু বান্ধবকে জানিয়ে।
মজার ছলে পুতুল খেলা
কেটে যায় যে সময় বেলা,
অন্যের বাড়ি বিদায় চলা
মনের কষ্ট নেইকো বলা।
ঘর কন্যার কাজ শেখা যেত
নতুন কিছু উদয় হত,
পারস্পারিক ভালো মত
মহল হবে মুখরিত।
ঝগড়াঝাটি মান অভিমান
স্মৃতিগুলো রয় কিছুক্ষণ,
ভার্চুয়াল মিশে বিচরণ
পুতুল খেলা নেই চলমান।