রোদের তাপে পুড়ছে যে দেশ
পুড়ছে মানবতা
বাংলাদেশে এটাই যেন আজ
চরম সত্য কথা ।
হাট বাজারে সদাই কিনতে
পুড়ছে পকেট বাবার
মায়ের কাছে চাইতে গেলে
বলছে....
হয়েছে সবই সাবার
প্রতিবেশির কাছে যদি মোরা
চাই কিছু পাবার
বলছে ভাইরে এবার বুঝি
কপাল পুড়ল আমার ।
সত্যি সত্যি পুরছে সবই
বাংলার ঘরে ঘরে
আসল কথা কইনা যে কেউ
পুড়ে যাবার ডরে ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com