সাতক্ষীরা: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার, চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং কারাবন্দি সদস্যদের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সাবেক বিডিআর সদস্যদের একটি দল সুবেদার ফকরুদ্দিন হাসানের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করেন। তাদের সঙ্গে ছিলেন সুবেদার কিবরিয়া মঈনুর, নায়েক মো. শারফ হোসেন, সিপাহী মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান, মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য পদবীর সৈনিকরা।
স্মারকলিপিতে তারা দাবি করেছেন, পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং যারা চাকুরীচ্যুত হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করা উচিত। একইসঙ্গে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com