কর্মঠ এক বিশাল সেনা
পিপীলিকার বহর,
শৃঙ্খলাতে বদ্ধ করি
থাকে মাটির গহর।
মিলেমিশে চলে তারা
কাজ করে ধীরে,
টিকে আছে কোটি বছর
কীটপতঙ্গের ভিড়ে।
গরমকালে খাবার যোগায়
একই সাথে থাকে,
দুর্যোগ এলে মোকাবেলায়
নামে ঝাকে ঝাকে।
কারিগরি রাষ্ট্র গঠন
প্রাচীন যুগের প্রথা,
বলা আছে মহা গ্রন্থে
পিপীলিকার কথা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com