"পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতাহি পরমং তপ"
পাইবে মানসিক শান্তি
যদি প্রত্যহ জপ।
বাবা মানে বটবৃক্ষ
ছায়াতলে শান্তির নীড়,
জনরোষ থেকে বাঁচাবে
হোক না যতই ভিড়।
বাবার তুল্য নেই কেহ
যতই থাকুক ধন,
করিলে পিতার ভজন
সব দেবতা তুষ্ট হন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com