আজ জেগেছে ঐ জনতা
দ্যাখ রে চেয়ে দ্যাখ
তোর বিরুদ্ধে মুখ খুলেছে
দশ গেরামের ব্যাক।
ভয় ভীতির পর্দা চিঁড়ে
শিকল ভেঙে উঠলো
অত্যাচারীর কালো হাত
ভাঙবে বলে ছুটলো।
পেশি শক্তি চলবে না আর
পিঠ ঠেকেছে দেয়ালে
ঘুরে দাড়বার এই তো সময়
লাথি মা'র চোয়ালে।
আর থেকো না মুখটি বুজে
গর্জে উঠো আগুন হয়ে
এক হয়ে সব আঘাত হানো
মিথ্যে যাবে পালিয়ে ভয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com