নতুন চালের নতুন পিঠা
খেতে লাগে মজা,
নানা রকম পিঠা খেলে
মনটা থাকে তাজা।
পাটি-সাপটা কুলি পিঠা
খাবে নাকে ভাই?
আরো আছে ভাপা পিঠা
সবাই বলে চাই।
পিঠা উৎসব দেখতে হলে
চলো গ্রামে চলো,
গ্রামে আছে অনেক পিঠা
যেতে চায়লে বলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com