পাষাণ হৃদয়ে যেন বাঁধা ছোট
তোমার অবুঝ মন,
দুঃখ দাও তুমি সারাটাজীবন
হও না আপনজন।
চলে গেলে আমায় ছেড়ে তুমি
অন্যের হাত ধরে
হৃদয় মাঝে সবসময় তোমার
কথা পড়ছে বারবারে।
কার ঘরে যাইয়া তুমি এখন
আছো খুবই সুখে,
কষ্টের আঘাত সইবো কতো
আমার ছোট্ট বুকে।
যেথা থাকো তুমি সুখে থাকো
এই কামনা করি,
আমার চোখের নদীর স্রোতে
সাঁতার কেটে মরি।
সারাটাজীবন সুখে থাক তুমি
রইলো শুভকামনা,
সুখের ঘরেতে দু:খ দিতে যে
আমি আর যাবো না।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com