প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৩, ৪:০২ অপরাহ্ণ
পাষাণ নদী
হঠাৎ করে যেন রেগে গেল
সুধীর নদীর মন,
চোখের জলে বুক ভাসায়
শুধু সারা ক্ষণ।
সুধীর নদীর পাষাণ হৃদয়
ভাঙে ঘর বাড়ি,
দুঃখ কষ্ট বুঝলি না আজ
তোমার সাথে আড়িঁ।
নদীর পাড়ে'ই ছিল আমার
ছোট্ট বাড়ি ঘর,
সবকিছু ভেঙে নিয়ে আজ
করলি যাযাবর।
চারি দিকে ভয় ভীতি আর
শুধু হাহাকার,
বিপদে পড়ে সবাই মোরা
কে যেন কার।
সারা দিনে এক মুঠো ভাত
যায়না কারো মুখে,
হায়রে নদীর পাষাণ হৃদয়
কে বা থাকে সুখে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com