হে বন্ধু, আমি নই কোন কবি-
কেন বিষাদিত মুখ তোমার?
নয়ন ভরা সরসী!
মায়ার ডোরে বেধনা কোন রাখি।
মনে রেখ এ পান্থশালায় –
তুমি, আমি সকলেই ক্ষণিকের অতিথি।
প্রহর অন্তে প্রহর ভেঙ্গে যায়
সন্ধ্যার বুকে দীপ জ্বেলে যায় সেঁজুতি
বাঁধবে তাকে তুমি কোন্ সে মায়ায়?
একলা দ্বীপের মতো তুমি, আমি একাকী!