গরীব দূ:খী দিনমজুরে
পান্তা ভাত খায়,
পান্তাভাত শীতল বড়
উগ্র প্রাণ জুড়াই।
ধনীরা সব পান্ত খায়
বৈশাখ এলে পরে,
পান্তা ইলিশ খায় ওরা
লোক দেখানো তরে।
ধনীরা খায় শখের বশে
দীনেরা যে অভাবে,
পান্তা খেলে অসুখ তবু
গরম কোথা পাবে।
পেঁয়াজ ঝাল পান্তাভাতে
বড় তৃপ্তি পায়,
পান্তাভাতে বেজায় খুশি
ভালো কিছু না চায়।