পুড়ে গেল শরীরটা যে
জুড়াবে কে প্রাণ?
কোথায় আছে সবুজ ছাঁয়া
একটু খুঁজে আন।
পুড়ে গেল গাছপালা সব
পুড়ে মাটি খাক,
জল বিনে সব পশুপাখি
ভুলে গেছে ডাক।
দাবদাহে নীল গগন ঐ
উড়ে গেছে শূন্যে,
ডাকো সবে আল্লাহুকে
জল ঢালুক সে পুণ্যে!
সোনা ফলা মাটি যে আজ
খাঁখাঁ মরুভূমি,
পুণ্যির ডাকে মেঘ কণিকা
যাকনা মাটি চুমি।
সহে নাকো দাবদাহ
পুড়ে গেল সব,
পাপতাপ ক্ষমা করে
দাও হে পানি, রব!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com