কি এমন দুঃখ দিলে
আজো আমি ভুলতে পারিনি
নীরবে সহে সহে পাষাণে
বুক বেঁধে রেখেছি।
চোখের কান্নায় ভাসিয়েছি বুক
পাষানের হৃদয় আজও কাঁদেনি
ভেবে ভেবে হয়েছি আকুল
নিজেকে পাথর বানিয়ে রেখেছি
পাথরের কান্না আজও কেউ শুনেনি
আমি পাথরে বুক বেঁধে রেখেছি।
কি এমন ভুল ছিল আজও জানা হয়নি
নিজেকে পাথর দিয়ে ছুরে মেরেছি
কেঁদে কেঁদে ভাসিয়েছি বুক
ভুলের মাশুল আজও জানা হয়নি
পাথরের মতো ক্ষয়ে ক্ষয়ে নিরবে
নদীর মতো নিরবধি বয়ে চলেছি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com