এখন গাঁয়ের ডোবা নালা
পুকুর নদী খালে,
পাটের জাগে, আঁশ ছড়ানো
চলছে তালে তালে।
পাটের মৌসুম এইতো এখন
আনন্দে সব মাতে,
আঁশ ছড়ানোর ঘুম পড়েছে
গল্প চাঁদনী রাতে।
দিনে সবে ব্যস্ত কাজে
শ্লোক রাতের বেলা,
এমনি চলে গাঁয়ের চাষির
মৌসুম জুড়ে খেলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com