একটি ছেলে রোজ বিকেলে আমার কাছে আসে,
কাঁচুমাচু করে সেই ছেলেটি হাত কচলিয়ে হাসে।
গায়ের জামা নোংরা তাহার দাঁত গুলো তার কালো,
ছেঁড়া জামা পরে থাকে তবু লাগে ভালো।
হাতে তাহার ভাঙ্গা ঘড়ি যায়না সময় দেখা,
চোখে তাহার রঙিন চশমা হিরো তাতে লেখা।
ফেলনা জুতা পায়ে দিয়ে ভাব নিয়ে সে চলে
গাঁয়ের লোকে আদর করে হিরো টিরো বলে।
গলায় পরে মোটা চেইন নিকেল উঠে কালো,
ভাঙ্গা দাঁতে হাসে যখন মুখে ফোটে আলো,
সূর্যমুখী ফুলের মতো পাকলে যেমন হয়,
এই ছেলেটি বিকেল হলে তেমনি করে রয়।
কেউবা বলে পাগল তারে ব্যস্ত সারাক্ষণ
সারাটাদিন হেঁটে বেড়ায় মনটা উচাটন,
যে যা বলে সবই করে একটু খাবার আসে,
কেউবা তারে খাবার দিয়ে অনেক ভালোবাসে।
আমার কাছে বলে এসে, ভাইয়া রোজা আছি,
ইফতারিতে খাবে বলে আসছে কাছাকাছি।
ক'টা টাকা পেলেই বাবু উঠে দিবে হাঁটা,
খুশির তোড়ে হাঁটতে থাকবে হেলেদুলে গা- টা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com