ভাত শালিককে নাচতে দেখি
উঠোন পরে ধান
খাবার লোভে পায়রা গুলো
গাইছে মধুর গান।
টুনটুনিরা দল বেঁধেছে
খুশি তাদের মন
চোখের সামনে খাবার থাকলে
সুখেই কাটে ক্ষণ।
চড়ুই গুলো জটলা করে
লাগছে খুশি খুব
খুশির মোহে ধানের মধ্যে
দিচ্ছে চড়ুই ডুব।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com