নতুন বছরে পুরাতন দিন
ঘুরে ফিরে আয়রে দিন।
পয়লা বৈশাখে হয় যে মেলা
খোকা খুকি যায় যে মেলায়।
পিতা-মাতা খোকা খুকু যায় যে মেলায়
নববধূ ঘুনটা দিয়ে চলছে মেলার দিকে।
কেনাকাটির ধুম পড়ে যায়
নতুন বধূর হয় না কিনা শেষ।
বাচ্চা মানুষ মেলায় গেলে
অনেক রকম খেলনা কিনে
নাগরদোলায় উঠে বসে।
মন ভরে না তাদের।
নতুন বউ মেলায় গেলে
রংবেরঙের চুরি কেনে ,
আরো কেনে কসমেটি।
মাথায় সিঁদুর পায়ের আলতা
কিনতে যেন হয় না ভুল।