গুড়ুম গুড়ুম শব্দ হয়ে
আকাশ যেন কাপে,
পশু পাখি মৎস্যরাজি
আছে ভীষণ চাপে।
শিলায় শিলায় বজ্রপাতে
ঝলসে উঠে আলো!
বিড়াল ছানা ভয়ে যেন
মুখটি তাহার কালো।
মুরগির ছানা মিলেমিশে
হাঁসের বাড়ি থাকে!
কুকুর ছানা চমকে বলে
ডাকছি আমি মাকে।
কাকের ছানা কা কা করে
কোন ডালেতে বসে,
চোখের সামনে সখের বাসা
পড়লো হাওয়ায় খসে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com