প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
পরিশুদ্ধ মন
হিংসা মনে খায় যে কুড়ে
আমল গুলো ধরে,
হারাম ঢুকতে দেয় না কভু
মূল আমলের ঘরে।
আপন করো সুজন জেনে
বন্ধু বানাও তারে,
ভুল সঙ্গতে মায়ার জালে
আসে বিপদ ঘাড়ে।
ক্রোধের বীণে অনল দাহে
পুড়ে করে কালো,
রাগ ছেড়ে দাও নশ্বর ধামে
ফুটবে হৃদে আলো।
সাদা অন্তর প্রভুর কাছে
অনেক বেশি দামি,
কাবার চেয়ে অধিক শ্রেষ্ঠ
হৃদে জগৎ স্বামী।
সকল কাজে সরল পথে
যেজন ভবে চলে,
সম্মান জুটবে দু'কুলেতে
পরবে মাল্য গলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com