তোর ঠোঁটে শরাব খাবো পরিতোষের নিশি
নেশার মাঝে ঝাঁপ দিবো তোর নাভির পেশী।
রোজ-নিশি হানা দিবো ছুঁতে যাবো ঊরুদেশ
তোর সাথে হানিমুনে খুনসুটির আবেশ।
কামনার চোখ জুড়ে তোকে দেখার প্রমত্তা
যৌবন নদীর খেয়াপাড়ে তুই অনল সত্ত্বা।
লুকোচুরি তোর সাথে প্রেমাঞ্জলি অভিসার
প্রমোদের কুঞ্জবনে তোর বুকে নিশাচর।
আগুন জ্বলা রূপ তোর বিমোহনের হাসি
সম্মোহনের ফাঁদে পড়ে তোর সটানে আসি।
সুবাস মাখা তোর বগলে মকরন্দ সুখ
তোর সাথে থাকবো মিশে কালান্তরের যুগ।
মধুবনের কুসুম তুই বারাঙ্গনা নারী
তোর কোষের মহার্ণব সাঁতরে দিবো পাড়ি।
পরিপাটি শয্যা তোর মায়া ভরা দৃষ্টিপাত
উৎফুল্লে নিত্যদিন তোর হাতে খাবো ভাত।