প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৩, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
পরান কাক্কু
পেট মোটা পরান কাক্কুর
মাথায় পড়েছে টাক,
চিবিয়ে চিবিয়ে খায় পান
মস্ত বড়ো তার নাক।
পরান কাক্কুর ছাতা খানা
ভুগলে রাখে গুঁজে,
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
নিজের বুঝ বুঝে।
পরান কাক্কু এতোই কিপটে
পায়ের জুতো হাতে,
খালি পায়ে যে হেঁটে যায়
ক্ষয় হয় না তাতে।
সাদা একখান দূতি পড়ে
ছেঁড়া গেঞ্জি গায়ে,
মস্ত বড়ো গোঁফ কাক্কুর
স্যান্ডেল নাই পায়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com