পরমতে শ্রদ্ধা নেই
নিজের মত জাহির,
এমন মানুষে ভরা
সমাজের ভিতর বাহির।
লাজ লজ্জার বালাই নাই
আমিত্বের বড়াই শুধু করে,
ধার্মিকতো দূরের কথা
এরা মানুষের মধ্যে না পড়ে!
দম্ভ করে লম্ফমেরে
এরা এদিক-ওদিক ঘোরে,
একবারও ভাবেনা তারা
আমাদেরও তো ভুল হতে পারে!
তর্কের স্বার্থে তর্ককরে
বিধিবিধান জানেনা,
অহংকার আর গর্বই সব
চায়না এরা আলোচনা!
মিমাংসারও ইচ্ছা নাই
তারাই স্বঘোষিত শ্রেষ্ঠ,
নেই দীনতা নেই ভদ্রতা
শুধু ভোগবাসনায় লিপ্ত!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com