প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ
পথ শিশু কাঁদে
বসত হারা শিশু কাঁদে
শীতের নাই জামা,
বৃত্ত শালী আত্মীয়
নাই ওদের মামা।
শিশু কাঁদে পথে ধারে
কেহু নাই পাশে,
কত মানুষ হেটে যায়
কেউ নাহি আসে।
ধনী যারা আছে যত
হাতটি ওদের বাড়াই,
গরিব, দুঃখীর পাশে এসে
একটু না হয় দাঁড়াই।
মুছে যাবে কষ্ট তাদের
যতটুকু পারি,
পোষাক, ওষুধ, খাবার দিয়ে
পাশে থাকি তারই।
সর্বোত্তম সাদাকা
অসহায়দের দেখা,
আসমানী কিতাবে
আছে তেমন লেখা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com