এই মেঘলা মেঘলা দিনে
উঠো যে মা ডেকে
খোকা আয়না ফিরে ঘরে
বলতো মা আমায় পথশিশুদের কে ডাকে?
ওদের তো মা আজ থাকার জায়গা নাই
দৌরে যাচ্ছে ছুটে কোনো ফেলনা ছাঁদের নিছে
তবুও আজ বেসামাল হাওয়াই
বৃষ্ট এসে দিচ্ছে ভিজিয়ে।
বলতো মা ওদের আজ কে ডাকে
কখনো দেখা যায় আনাচে কানাচে
পারছে না থাকতে দাঁড়িয়ে
নিষ্ঠুর এ সমাজ তাদের দিচ্ছে তাড়িয়ে।
হয়তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
দিচ্ছে সময় কাটিয়ে
বলতো মা ওদের আজ কে ডাকে
আমিও আজ থাকতে পারতাম ওদের দলে!