পথও শিশু নিয়ে কিছু
লিখতে গিয়ে ভাবছি পিছু,
জ্বলে যদি এই সমাজে অট্টালিকা যাদের উঁচু,
উচ্চ প্রভাবশালী বিত্তবান ধনাঢ্যদের গা?
যাদের টাকা থেকেেও আজ মনটা নিচু।
কলম ধরে লিখতে গিয়ে ভাবছি তাই কতকিছু
জ্বলে জ্বলুক তাতে-কি?
আমি কি আর তাদের কেনা গোলাম?
নাকি তাদের ধার ধারি?
নাকি তাদের চাটতে যাচ্ছি অহংকারী দুটি পা?
পথও শিশু নিয়ে আমি
মানবিকতায় দু,কলম তো লিখতেই পারি।
যাদের পেট লেগে রয় পিঠের সাথে
দিন শেষে উপবাসে আস্তাকুঁড়ে সব ঘুমাই রাতে
পেটটা যাদের ভুখা ফাঁকা, জীর্ণ বস্ত্র শীর্ণ গা,
চোখ দুটোও বসে গেছে
অনাহারে অর্ধাহারে নেত্র পার্শ্বে গহীন কোটরে
বিশ্বাস যদি না হয় তোদের
দয়ার মনে মায়ার চোখে একবার দেখ-গে-যা-।
যখন রাস্তা দিয়ে লোকগুলো যায়,
তখন অসহায়ের মত তারা
দেখ-গে-ফ্যালফ্যাল করে কি করে তাকায়,
বিশ্বের নানান শহর বন্দর
হাইওয়ে রেলস্টেশনের পাশে যারা পড়ে রয়।
আমরা কি পারিনে তাদের
সাধ্যমত শীতের গরম বস্ত্র এক মুঠো খাবার দিতে
একটা অনাথ অসহায় পথশিশুর
জীবন যাতে বেঁচে যায়?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com